পার্বত্য এলাকার সম্প্রীতি ও ঐক্যের উন্নয়নে মতবিনিময়

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৬:০৬ পূর্বাহ্ণ

বান্দরবানের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রথাগত জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিশেষ মতবিনিময় সভা হয়েছে। গত সোমবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে উন্নয়ন সংস্থা তহজিংডং এর উদ্যোগে ‘বৈচিত্রময় পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও ঐক্যের উন্নয়ন’ শীর্ষক এই সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
তহজিংডং এর নির্বাহী পরিচালক চিং সিং প্রু’র সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে এটিএম কাউছার হোসাইন, কে এস মং, লক্ষ্মীপদ দাশ, মাওলানা আলাউদ্দীন ইমামী, মাওলানা এহসানুল হক আল মুইন উঃপঞঞানন্দ মহাথের, উঃতিক্ষিন্দ্রিয় থের, ফাদার বিনয় গমেজ, ব্রাদার বাবলু পান্ত্রা, শঙ্কর চক্রবর্তী বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময়
পরবর্তী নিবন্ধমহানবীর (দ.) আগমনে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল