বান্দরবানের রুমা উপজেলার গ্রাম মুনলাই পাড়া আলোকিত হল বিদ্যুতের আলোয়। গতকাল শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ সরবরাহ লাইনের উদ্বোধন করেন। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, বিদ্যুৎ বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, স্বাধীনতার অর্ধশত বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত হলো রুমা উপজেলার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মুনলাই পাড়া। পার্বত্যবাসীর উন্নয়নে বদ্ধপরিকর সরকার। আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে। পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। পার্বত্য চট্টগ্রামের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পর্যটন সবক্ষেত্রেই এগিয়েছে। পর্যটন শিল্পের উন্নয়নে পাহাড়ে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। পর্যটনের বিকাশে পার্বত্যাঞ্চলে ব্যবসা বাণিজ্যও চাঙ্গা হয়েছে।