সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি বলেছেন, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথির উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। গত ৬ ফেব্রুয়ারী সাতকানিয়ার খাগরিয়ার মাইজ পাড়ায় দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথির উপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে খাগরিয়া ভোর বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমএ মোতালেব সিআইপি অবিলম্বে পার্থ সারথির উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবি জানান।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুদ্দিন হাসান শাহীর সভাপতিত্বে ও উত্তর সাতকানিয়া সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোহাম্মদ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান, নাছির উদ্দিন মিন্টু,ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, ওসমান আলী, তাপস কান্তি দত্ত, নাছির উদ্দিন টিপু, হাফেজ আহমদ, তসলিমা আক্তার, আবু তাহের, রাশেদ আজগর চৌধুরী সুজা, এরফানুর রহমান সুমন, আবু ছালেহ শান, হারুনুর রশিদ খোকা, মোহাম্মদ আলী, আলী নুর মানিক, মোহাম্মদ মোরশেদ, রাশেদুল ইসলাম, ফখরুল হাবিব মাসুম প্রমুখ।