কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক, বোয়ালখালী কধুরখীল জলিল আম্বিয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ পার্থ প্রতিম চৌধুরী গত মঙ্গলবার দিনগত রাতে আমেরিকার নিউ জার্সির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, ১ পুত্র, ভাইবোনসহ বহু গুণগ্রাহী রেখে যান। স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, উপদেষ্টা তিনকড়ি চক্রবর্তী, সাধারণ সম্পাদক মুস্তফা নঈম, সহসভাপতি দীপন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মোমিন পার্থ প্রতিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।