পার্থিব জীবনের সর্বক্ষেত্রে রাসুলকে (দ.) অনুসরণ করতে হবে

বায়েজিদ বোস্তামী মাজারে মিলাদ মাহফিলে বক্তারা

| বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:৩৩ পূর্বাহ্ণ

প্রিয় নবী হযরত মুহাম্মাদ মোস্তফা (.) মহান আল্লাহ’র সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসুল। আল্লাহ তায়ালা বান্দার জন্য তাঁর ভালোবাসা লাভে প্রিয় নবীর প্রতি গভীর প্রেম ও ভালোবাসাকে পূর্বশর্ত করেছেন। এজন্য আমাদের পার্থিব জীবনে সর্বক্ষেত্রে প্রিয় রসূল (.) কে মনে প্রাণে বিশ্বাস ও অনুসরণ করতে হবে। সুতরাং, আল্লাহ তায়ালাকে পাওয়ার একমাত্র মাধ্যম হলো প্রিয় নবী (.) কে ভালোবাসা, অনুকরণ ও অনুসরণ করা। বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফে মিলাদুন্নবী (.) ১২ দিনব্যাপী সমাবেশের ১ম দিনে সভাপতির বক্তব্যে আল্লামা শাহ্‌সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী উপরোক্ত কথাগুলো বলেন।আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ২৪ আগস্ট দরগাহ শরীফ সংলগ্ন শাহী জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক ছিলেন হাটহাজারী ইমাম শেরে বাংলা (রহ.)’র দরবারের সাজ্জাদানশীন ছৈয়্যদ মুহাম্মদ আমিনুল হক। উপস্থিত ছিলেন হাফেজ কাযী মুহাম্মদ খালেদুুর রহমান হাশেমী। হাফেজ মুহাম্মদ ইউছুফের সঞ্চালনায় এতে আলোচক ছিলেন জামেয়া আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, ছৈয়দ আখতার হোসাইন আশরাফী, মুহাম্মদ নেজাম উদ্দীন প্রমুখ। শেষে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাউখালীতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমহেশখালীতে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন