পারস্পরিক সম্পর্কোন্নয়ন ও সুলভ মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের নিমিত্তে নগরীর পার্কভিউ হাসপাতাল ও স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান কে ওয়াই স্টিলের মধ্যে এক কর্পোরেট সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠান নগরীর কে ওয়াই স্টিল মিলনায়তনে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কে ওয়াই স্টিলের পক্ষ থেকে ছিলেন ডিজিএম (আইটি) পার্থ প্রতিম ঘোষ, সিনিয়র ম্যানেজার এস এম রাশেদ, শরিফ উদ্দিন তসলিম, সুব্রত দেব, সাজ্জাদ আল মামুন।
পার্কভিউ হাসপাতালের পক্ষে ছিলেন জেনারেল ম্যানেজার (এডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ডিজিএম (এইচ আর) হুমায়ুন কবীর, এডমিন অফিসার সরফুদ্দিন আহমেদ, মার্কেটিং অফিসার নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে পার্কভিউ হাসপাতালের অনন্য বৈশিষ্ট্যগুলো নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন পার্কভিউ হাসপাতালের জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ ও ডিজিএম মো. হুমায়ুন কবীর। এই চুক্তির আওতায় কে ওয়াই স্টিল সংশ্লিষ্টরা প্যাথলজি, ইমেজিং ও বিভিন্ন ক্ষেত্রে পার্কভিউ হাসপাতাল থেকে বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।