নারীর বন্ধ্যাত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা বিজ্ঞানে আধুনিক অগ্রগতি তুলে ধরতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে চট্টগ্রামে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “Exploring Tubal Patency in Female Infertility : Clinical Perspective from Bangladesh” শীর্ষক এ সেমিনারটি গতকাল বিকেল ২টায় পার্কভিউ হসপিটালের ১২তম তলার কনফারেন্স হলে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি। সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। সেমিনারের সঞ্চালনা করেন গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমিন সুলতানা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাইনি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. রেশমা শারমীন। সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা Tubal Patency in Female Infertility নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা নারীর বন্ধ্যাত্ব নির্ণয়ে আধুনিক ইমেজিং প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। সেমিনারের বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শাহানারা চেীধুরি, অধ্যাপক ডা. শর্মীলা বড়ুয়া, অধ্যাপক ডা. মাফরুহা খানম পরাগ এবং সহযোগী অধ্যাপক ডা. ফাহমিদা ইসলাম চেীধুরি।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আফরোজা চৌধুরী, ডা. জেবুন্নেসা, সহযোগী অধ্যাপক ডা. রওনক জাহান, ডা. শিরিন ফাতেমা, ডা. ফাহমিদা শিরিন পাপড়ী, ডা. আইনুননাহার হামিদ, ডা. আফরোজা ফেরদৌস (বন্যা), ডা. তফিকুর নাহার মোনা, ডা. তাসলিমা আক্তার, ডা. উর্মি আলম, ডা. নার্গিস সুলতানা, ডা. আরিফা জামিলসহ আরও অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।