পার্কভিউ হাসপাতালের সঙ্গে তামাকুমণ্ডি বণিক সমিতির কর্পোরেট চুক্তি

| শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:৩১ পূর্বাহ্ণ

বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদান ও পারস্পরিক সম্পর্কোন্নয়নের ভিত্তিস্বরূপ তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সঙ্গে পার্কভিউ হাসাপাতালের এক কর্পোরেট সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠান গত বৃহস্পতিবার সকাল ১১টায় হাসপাতালের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোহাম্মদ আবু তালেব, সিনিয়র সহসভাপতি সরওয়ার কামাল, সহসভাপতি মোহাম্মদ সেলিম, সামশুল হক সিকদার, আরিফুর রহমান, মো. সেলিম উদ্দিন, বজলুর রহমান, মোহাম্মদ হানিফ, মো. ছাদেক হোসাইন। পার্কভিউ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম, ডিরেক্টর আজিজুল হক, মেডিকেল ডিরেক্টর (ল্যাব সার্ভিস) ডা. আহমেদ রহিম, ডিরেক্টর (কমপ্লায়েন্স) ডা. সালাউদ্দিন এম এ এইচ চৌধুরী, জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ, হেড অব অপারেশন নায়িমুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ চুক্তির আওতায় তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সদস্যবৃন্দ আইডি কার্ড প্রদর্শন করে বিভিন্ন পরীক্ষা ও হাসপাতালে রোগী ভর্তির বিলের ওপর বিশেষ ছাড় উপভোগ করতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানতে স্বর্ণের বারসহ আটক যাত্রীর বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধমাদামবিবিরহাট প্রাইমারি স্কুলে ডিজিটাল ক্লাস রুম উদ্বোধন