পারিশ্রমিক নিয়ে ঝামেলায় শ্রীলংকান ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৭:৩৩ পূর্বাহ্ণ

লংকান ক্রিকেট বোর্ডের সঙ্গে পারিশ্রমিক সংক্রান্ত এক মহা ঝামেলায় জড়িয়ে পড়েছে ক্রিকেটাররা। বাংলাদেশ এবং শ্রীলংকার দ্বিতীয় টেস্টের আগে লংকান বোর্ডের পক্ষ থেকে তাদের ক্রিকেটারদের আহ্বান করা হয়েছে নতুন চুক্তিতে স্বাক্ষর করার জন্য। কিন্তু ক্রিকেটাররা অস্বীকৃতি জানিয়েছে এই চুক্তিতে স্বাক্ষর করা থেকে। কারণ, নতুন চুক্তিতে ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে দেয়া হয়েছে ২০০ ভাগ। যে কারণে শ্রীলংকান ক্রিকেট বোর্ডের সঙ্গে গত জানুয়ারি থেকেই দ্বন্দ্ব চলমান ক্রিকেটারদের। কারণ, গত জানুয়ারি থেকেই কেন্দ্রীয় চুক্তিবিহীন শ্রীলংকান ক্রিকেটাররা। খেলোয়াড়রা চুক্তিতে স্বাক্ষর করতে রাজি নয়, কারণ তারা তাদের পারিশ্রমিকের বিশাল একেটি অংশ হারাতে যাচ্ছেন। আবার শ্রীলংকান ক্রিকেট বোর্ড তাদের প্রস্তাবেই অনড়। কেউ ছাড় দিতে বিন্দু পরিমাণ রাজি নয়। লঙ্কান ক্রিকেট বোর্ডের পুরনো চুক্তি অনুযায়ী সর্বোচ্চ ক্যাটাগরির ক্রিকেটাররা পারিশ্রমিক পেতেন ১ লাখ ৩০ হাজার ডলার। কিন্তু নতুন চুক্তিতে সেটা নামিয়ে আনা হয়েছে কেবল ৪৫ হাজার ডলারে। ২০০ ভাগেরও বেশি কমিয়ে ফেলা হয়েছে পারিশ্রমিক। একই সঙ্গে পে প্যাকেজ তৈরি করা হয়েছে সিনিয়রিটির ভিত্তিতে।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাংকিংয়ে উন্নতি তামিম-শান্ত-মোমিনুলের
পরবর্তী নিবন্ধদুই পেসার, তিন স্পিনার খেলাতে চায় শ্রীলংকা