পারিবারিক সুখগুলো নিয়েই জীবন হোক আন্তরিক

হৈমন্তী তালুকদার | সোমবার , ১৪ জুন, ২০২১ at ১০:৩০ পূর্বাহ্ণ

আমাদের সমাজে দাদী, নানী মা, শাশুড়ি থেকে শুরু করে হাজার হাজার মেয়ে এডজাস্টমেনট শব্দটার সাথে শতভাগ এডজাস্ট হয়ে যায় বলেই সংসার যুদ্ধে টিকে থাকে, নিজের সবকিছুকে চোখের সামনে হারাতে দেখেও এর মায়া ছেড়ে বের হতে পারেনা নিজের লক্ষ্যে। কেউ কেউ পারে কিন্তু তার জন্য তাকে আরো বেশী পরিশ্রম করতে হয়। আমার একটা সংসার আছে -এটাতেই মেয়েদের পরম সুখ আর সামাজিক শান্তি, সংসারের সুখের জন্য সারাজীবন মেয়েরাই এডজাস্ট শব্দটা বেশীই রপ্ত করতে শিখে গেছে, মানুষটার আদৌও কোন ইচ্ছে শখ অপূর্ণ থেকে গেছে কিনা সে নিজেও ভুলতে বসে, সংসার একটা সময় অভস্ত্যতা ছাড়া আর কিছু না, সুখ শব্দটা এতো লোভী এর জন্য মানুষ সব পারে, সুখের সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম অভিজ্ঞতার, ঠান্ডা জলে চাল ফুটিয়ে ভাত হয়, আবার সেই ভাতেই ঠান্ডা জল দিয়ে পান্তা হয়, সংসারটাও অনেকটা সেরকমই, তুমি কিছু দিবে আমিও কিছু নিবো অনেকটা এইরকম একটা সীমিত সংজ্ঞায় আবদ্ধ একটা অভ্যাসে পরিণত হয় একটাসময়। নিজেকে হারিয়ে ফেললে সবকিছুই ফিকে মনে হয় মাঝেমধ্যে, তাই শতো কষ্ট আর ঝড় আসলেও নিজের পছন্দ- অপছন্দ, ইচ্ছে -অনিচ্ছা, সাধ, আশাময় হয়েও পুরোনোকে লালন ও নতুনকে আমন্ত্রণ জানিয়ে নিজেকে আগলে রাখতে পারলেই জীবনে একঘেয়ে কিছুটা হলেও কমে আসবে। এজন্য সবার আগে দরকার আমাদের কাছের মানুষ ও আপন মানুষদের মানসিক সহযোগিতা, ভালোবাসা ও অনুপ্রেরণা। সংসার সুন্দর হয় রমনীর গুণে তার চেয়ে ও সুন্দর হয় আপনমানুষদের ভালোবাসা, সহমর্মিতা, একে অপরের জন্য মানসিক সাপোর্ট ও মানসিক সঙ্গ। সংসারের মাঝে জীবন সুন্দর, আপনমানুষদের নিয়েই জীবনের সার্থকতা। কাছের মানুষের যত্ন নিন। শতো কাজেও কিছুটা সময় সুযোগে পারিবারিক সুখগুলো নিয়েই জীবন হোক পারিবারিক ও আন্তরিক।

পূর্ববর্তী নিবন্ধশেষ ঠিকানা
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের কিছু নেতিবাচক প্রবণতা ও আমাদের করণীয়