ঐতিহ্যগত ভাবে আমাদের দেশে পুরুষরাই অর্থ উপার্জন করে। সমপ্রতি করোনা মহামারির কারণে অনেকে চাকরি হারিয়েছেন অথবা আয়-রোজগারের পথ বন্ধ। এই থেকে সৃষ্ট বিষন্নতায় পারিবারিক কলহে বিবাহ বিচ্ছেদ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বাবা-মায়ের কলহের নেতিবাচক প্রভাবে শিশুর স্বাভাবিক মানসিক বিকাশে বাধাগ্রস্ত হতে পারে। তাছাড়া পারিবারিক আর্থিক সংকটের কারণে কিছু অভিভাবক শিশুদের উর্পাজন করতে বাধ্য করছে। উল্লেখযোগ্য সংখ্যক মেয়ে শিশু বল্যবিবাহের শিকার হচ্ছে। এতে অনেক শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা ও সাংস্কৃতিক জাগরণ ভূমিকা রাখতে পারে। প্রশাসনের উচিত যথাযথ আইন প্রয়োগ করে নিপীড়নকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করা।
ইমরান হোসেন, চকবাজার, চট্রগ্রাম