পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি, ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে তার বাবা খুন হয়েছেন। নিহতের নাম আহমদ হোসেন (৫২)। গতকাল রোববার রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহমদ হোসেন নয়াপাড়ার গ্রাম ডাক্তার মোঃ ইউনুসের বাড়ির জলিল বক্সের ছেলে।

এলাকাবাসী জানান, উত্তর কাঞ্চনা নয়াপাড়ার গ্রাম ডাক্তার ইউসুফের বাড়ির আহমদ হোসেন এবং ছেলে রিয়াদ হোসেনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রাতেও বাবা ছেলের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছেলে রিয়াদ হোসেন বাবাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। ঘটনার পর থেকে ছেলে রিয়াদ হোসেন পলাতক রয়েছে। খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাউছার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাউছার হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করছে। ঘটনার পর থেকে ছেলে রিয়াদ পলাতক রয়েছে। বাবার খুনের ঘটনায় জড়িত ছেলেকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধরেকর্ডপত্র সরবরাহ করতে সম্পাদককে দুদকের চিঠি