পারিবারিক বিরোধের জেরে বিষপানে যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি 

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

বাঁশখালীর শীলকূপে পারিবারিক বিরোধের জেরে বিষপানে মো. রিদুয়ান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. রিদুয়ান শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সেনায়েত আলী বাড়ির মো. রাজা মিয়ার বড় ছেলে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার নিজ বাড়ির অদূরে বিষপান করেন ওই যুবক। খবর পেয়ে স্বজনরা তাকে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা শংকামুক্ত না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মৃত্যুবরণ করেন যুবক। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে যুবকের মরদেহ দাফন করা হয় বলে জানা গেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মো. রিদুয়ানের প্রথম স্ত্রীর সংসারে দুই কন্যা সন্তান থাকলেও বনিবনা না হওয়ায় আইনি প্রক্রিয়ায় তালাক প্রদান করেন। পরে পাঁচ মাস আগে পারিবারিকভাবে আরেকটা বিয়ে করেন। সংসারের নানা বিষয় নিয়ে কলহের জেরে অবশেষে ওই যুবক বিষপান করেছেন বলে সূত্রে জানায়। শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন বলেন, পারিবারিক বিরোধ নিয়ে বিষপান করে মারা গেছে রিদুয়ান নামে যুবকটি। তার দুটি সংসার, প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। বৃহস্পতিবার দুপুর ২টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে তিনি জানান ।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত শুধাংশু শেখর হাওলাদার বলেন, শীলকূপ এলাকায় এক যুবক বিষপান করে মারা যাওয়ার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ কোনো ধরনের অভিযোগ করেনি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে গ্যাসের চুলার আগুনে পুড়েছে ৭ বসতঘর
পরবর্তী নিবন্ধপটিয়ায় ট্রাক-বাসের সংঘর্ষ, আহত ১৩