পারিবারিক কারণে আইপিএল ছেড়ে দেশে লিটন

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৯ এপ্রিল, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

জরুরি পারিবারিক কারণে হঠাৎই আইপিএল ছেড়ে দেশে ফিরতে হলো লিটন দাসকে। গতকাল শুক্রবার সকালে কলকাতা নাইট রাইডার্স শিবির ছেড়ে এসেছেন বাংলাদেশের উইকেট কিপারব্যাটসম্যান। কলকাতা ফ্র্যাঞ্চাইজি গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে।

পরিবারের মেডিকেল ইমার্জেন্সির কারণে গতকাল শুক্রবার সকালে বাংলাদেশে ফিরে গেছেন লিটন দাস। কঠিন সময়ে তার ও তার পরিবারের সঙ্গে সবসময় আমাদের শুভকামনা থাকবে। তাৎক্ষণিকভাবে লিটনের পরিবারের সঙ্কটের ব্যাপারে নিশ্চিত তথ্য জানা যায়নি। কলকাতার হয়ে প্রথমবার আইপিএল খেলতে গত ৯ এপ্রিল ভারতে গিয়েছিলেন লিটন। দুই ম্যাচ বাইরে থাকার পর দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ২০ এপ্রিলের ম্যাচে আইপিএল অভিষেক হয় লিটনের।

সে ম্যাচে ইংলিশ ওপেনার জেসন রয়ের সঙ্গে ইনিংস সূচনা করতে নেমে প্রথম বলেই চার মেরে ভাল কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের এই স্টাইলিশ ব্যাটসম্যান। কিন্তু ওই চারের পর আর এগোয়নি লিটনের ইনিংস। চার বলে ৪ রান করে আউট হন তিনি। পরে কিপিংয়েও হতাশার দিন কাটে লিটনের।

দিল্লি ক্যাপিট্যালস যখন রান তাড়া করতে নামে তখন শেষ দিকে দুটি স্টাম্পিংয়ের সুযোগ তিনি হাতছাড়া করেন। যা নিতে পারলে হয়তো ম্যাচের ফল আসত কলকাতার পক্ষে। আর সেই ম্যাচের পর একাদশে জায়গা হারান লিটন। তাকে একাদশের বাইরে রেখেই চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলে কলকাতা। যার একটিতে জিতেছে আর অপরটিতে হেরেছে কলকাতা।

দুই ম্যাচেই ইমপ্যাক্ট ক্রিকেটারের তালিকায় থাকলেও মাঠে নামার সুযোগ পাননি লিটন। আইপিএলে এমনিতেই আর বেশিদিন থাকতে পারবেননা লিটন দাশ। কারণ বাংলাদেশ দল আগামী ৩০ এপ্রিল রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবে। তার দুদিন পরেই ভারত থেকে সরাসরি ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল লিটনের। কিন্তু তার আগেই পারিবারিক কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরে আসতে হলো লিটনকে।

এখন কি আবার তিনি আইপিএলে যাবেন নাকি আর যাওয়া হবেনা সেটা বলা যাবে তার পরিবারে কি সমস্যা আর সে সমস্যা কবে নাগাদ শেষ হবে তা জানার পর। যদি আইপিএলে আর ফিরে যাওয়া না হয় তাহলে পারিবারিক সমস্যা সমাধান শেষে আয়ার‌্যলান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড রওয়ানা হবেন লিটন দাশ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপের জন্য নজরে রাখা হয়েছে ২৪ ক্রিকেটারকে
পরবর্তী নিবন্ধদুই অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ মার্কিন সেনা নিহত