কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে পারিবারিক কলহের জের ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে তুমুল বাক-বিতণ্ডা চলে গত বৃহস্পতিবার রাতে। এ সময় স্বামী সজোরে লাথি, কিল ও ঘুঁষি মারলে গুরুতর আহত হয়ে পড়েন স্ত্রী। এই অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে প্রাইভেট ডাক্তারের চেম্বার ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর গতকাল শনিবার দুপুরে মারা যান স্ত্রী। হাসপাতালে স্ত্রী মারা যাওয়ার খবরে স্থানীয় সচেতন লোকজন স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের খুটাখালী বাজার এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। শারিরিক নির্যাতনে শনিবার দুপুরে স্ত্রী মারা যাওয়ার খবর পেয়ে স্বামী মো. সোহেল রানাকে (২১) স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। নিহত পারভীন আক্তার (২০) খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকার মোখলেছুর রহমানের কন্যা। অপরদিকে আটককৃত সোহেল রানা রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ডিয়ান পাড়ার মফিজ উল্লাহর ছেলে। তিনি খুটাখালী বাজারে ঝালমুড়ি বিক্রি করতেন।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হবে। আটক স্বামী সোহেল রানাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।












