পারিবারিক কলহের জের পটিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুন, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

পটিয়ায় ফেরদৌসী কাজল রনি (৪৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর সদরের ৭নং ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকার কবির ভিলার ৩য় তলা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি ঠাকুরগাঁও জেলার আলতাফুর রহমানের পুত্র আবু সাঈদের স্ত্রী। তাদের সংসারে দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। স্থানীয়রা জানান, আর্থিক সমস্যা ও পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, ফেরদৌসী কাজল রনি পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের মো. দেলোয়ারের মেয়ে। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ওই নারী কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, সংসারে আর্থিক সমস্যা ও পারিবারিক কলহ চলে আসছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোন ষড়যন্ত্রকারী পটিয়ার উন্নয়ন যাত্রাকে থামাতে পারবে না
পরবর্তী নিবন্ধত্যাগের মনোভাব নিয়ে আ.লীগ নেতাকর্মীদের কাজ করতে হবে