পারিবারিক কবরস্থানে শিল্পপতি নাসির উদ্দিন চির নিদ্রায় শায়িত

তিন দফা জানাজা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) চেয়ারম্যান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক, প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের তিন দফা জানাজা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ইপিজেড, জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ এবং সীতাকুণ্ডের সলিমপুরে নিজ বাড়ির প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় চট্টগ্রাম ইপিজেডের বিভিন্ন কারখানার মালিক, শ্রমিক কর্মচারী, চট্টগ্রাম ও ঢাকার গার্মেন্টস মালিক, বিজিএমইএ নেতৃবৃন্দ, সীতাকুণ্ডের সর্বস্তরের মানুষ অংশ নেয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুমের ভাতিজা এস এম আল মামুনের পরিচালনায় সলিমপুরস্থ নিজ বাড়িতে জানাজায় অংশ নেন ঢাকা সিটি মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য দিদারুল আলম, সংসদ সদস্য এম এ লতিফ, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শিল্পপতি নাসির উদ্দিনের মৃত্যু এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করবে বলেও মতামত ব্যক্ত করেন। তাঁর আত্মার শান্তির জন্য পরম করুণাময়ের কাছে আকুতি জানিয়েছেন।
নাসির উদ্দিনের ভাইপো, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল মামুন দৈনিক আজাদীকে জানান, গতকাল বুধবার ভোরে থাইল্যান্ড থেকে তার চাচার মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ইপিজেডে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় দফা এবং বাদ আসর নিজ বাড়িতে তৃতীয় দফা জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ওখানে মোহাম্মদ নাসির উদ্দিনের পিতা-মাতা এবং বড় ভাই সাবেক সংসদ সদস্য এবিএম আবুল কাসেম মাস্টারসহ স্বজনদের কবর রয়েছে। মো. নাসির উদ্দিনের বড় ছেলে, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ মো. তানভীর জানাজায় অংশগ্রহণকারী হাজার হাজার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পপতি মো. নাসির উদ্দিন ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামসহ সারা দেশে শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে ২০ মার্চ
পরবর্তী নিবন্ধমাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে ৬,১৬২ কোটি টাকা বরাদ্দ