চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি অডিটরিয়ামে ‘ই–ফ্যামিলি কোর্ট সিস্টেম’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন। ডিজিটাল আদালত ব্যবস্থার আওতায় পারিবারিক আদালতের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও যুগোপযোগী করতে গতকাল এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সাউদ হাসান। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যুগ্ম জেলা জজ (প্রোগ্রাম) মো. আবদুল্লাহ আল আমিন ভূঁইয়া, সিনিয়র সিভিল জজ (সংযুক্ত কর্মকর্তা) আব্দুল মালেক ও সিভিল জজ নুরুল্লাহ সিদ্দিকী।
কর্মশালায় প্রশিক্ষকরা ই–ফ্যামিলি কোর্ট সিস্টেমের বিভিন্ন ধাপ, আদালত সংক্রান্ত নথিপত্র অনলাইনে দাখিল, মামলার অগ্রগতি ডিজিটালভাবে অনুসরণ, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতকরণসহ নানা গুরুত্বপূর্ণ দিক বিশদভাবে তুলে ধরেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সহ–সাধারণ সম্পাদক মো. ফজলুল বারী। উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, সাবেক সহ–সাধারণ সম্পাদক মুহাম্মদ কবীর হোসাইন ও এরশাদুর রহমান রিটু, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক মো. মনজুর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার, কার্যনির্বাহী সদস্য এহছান উল্লাহ মানিক, আছমা খানম, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, সাজ্জাদ কামরুল হোসেন।
কর্মশালায় অংশগ্রহণকারী আইনজীবীরা বলেন, ই–ফ্যামিলি কোর্ট সিস্টেম বিচার প্রক্রিয়াকে আধুনিক ও সময়োপযোগী করতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা এ ধরনের প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান।











