মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেসের (মাইডাস) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পারভীন মাহমুদ এফসিএ। মাইডাসের ৩২তম বার্ষিক সাধারণ সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। রাজধানীর ধানমন্ডিতে মাইডাসের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। একই দিন মাইডাসের পরিচালনা পর্ষদের ৩৭৩তম সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির বিদায়ী চেয়ারম্যান জাহিদা ইস্পাহানী নতুন চেয়ারম্যানকে স্বাগত জানান। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বজলুর রহমান খান, সাবিনা আলম, আবদুল করিম, ড. এস এম আকবর, গোলাম রহমান, ড. আবদুল করিম, মনিরুজ্জামান চৌধুরী ও জেরিন মাহমুদ হোসেন সিপিএ, এফসিএ। এ ছাড়াও ভার্চুয়ালি যোগ দেন রাজীব প্রসাদ সাহা। প্রেস বিজ্ঞপ্তি।