নতুন বছরে হালনাগাদ জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরী করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে তাদের কেন্দ্রীয় চুক্তিতে এবার নতুন ক্রিকেটারও জায়গা করে নিতে পারেননি। কারণ করোনা মহামারিতে দেশের সব ধরণের খেলা স্থগিত ছিল ৭ মাস। একারণেই কারো পারফরম্যান্স দেখার সুযোগ পায়নি টাইগার ক্রিকেট প্রশাসন। সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে টিম বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে। সেখান থেকে ফিরে শ্রীলংকা সফরে অংশ নিবেন টাইগাররা। সেসব সিরিজের পারফরম্যান্স দেখেই নতুন করে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরী করবে বিসিবি। গতকাল সাংবাদিকদের এসব কথা বলেন বিসিবির ক্রিকেট অপারশেন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, প্রতিবছর কিন্তু আমরা পারফরম্যান্স দেখে চুক্তির তালিকা তৈরী করি। কিন্তু এবছর যেহেতু আমরা ওই ধরণের পারফরম্যান্স দেখতে পারছি সেহেতু যারা চুক্তিতে আছেন তাদের রেখে দুটো সিরিজ দেখে তারপরে হয়ত সিদ্ধান্ত নিব।