পারফরম্যান্স দিয়ে দলকে নেতৃত্ব দেন তামিম

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ৯:৪৫ পূর্বাহ্ণ

এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে সফলতম ওয়ানডে অধিনায়কের নাম তামিম ইকবাল। ব্যাট হাতে যেমন আগ্রাসী তেমনি নেতৃত্বেও তেমন দায়িত্বশীল এই ওপেনার। আর সেটিই হচ্ছে তামিমের নেতৃত্বের সবচাইতে বড় গুন। সবচাইতে বড় কথা শুদু মাঠে দলই চালাননা তামিম। সাথে যোগ করেন নিজের সেরা পারফরম্যান্স। বলা যায় তামিম ইকবালের অধিনায়কত্বের বড় শক্তি তার ব্যক্তিগত পারফরম্যান্স। নিজে ধারাবাহিকভাবে পারফর্ম করায় তামিমের জন্য নেতৃত্ব সহজ হয়ে উঠছে বলে মনে করেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচে তামিম অপরাজিত ছিলেন হাফ সেঞ্চুরি করে। যদিও সে ম্যাচে লক্ষ্য ছিল ছোট তবুও বাংলাদেশ অধিনায়ক এক প্রান্ত আগলে রেখে নিভর্রতা জুগিয়ে দলকে জয়ের ঠিকানায় নিয়ে গেছেন। এর আগে বাংলাদেশের সবশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে রান তাড়া করতে নেমে তামিম অপরাজিত ছিলেন ৮২ বলে ৮৭ রান করে। গত বছর জিম্বাবুয়ে সফরে শেষ ওয়ানডেতে প্রায় তিনশ রান তাড়ার ম্যাচে তিনি করেছিলেন ৯৭ বলে ১১২।
তামিমের এই দিকটিই তুলে ধরলেন ডমিঙ্গো। গায়ানায় দ্বিতীয় ওয়ানডে শেষে টিভিতে আলোচনায় বাংলাদেশ কোচ বলেন ব্যাটসম্যান তামিম দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন তামিম দুর্দান্ত এক ক্রিকেটার। সব সংস্করণে তার রেকর্ড দারুণ। বিশেষ করে রান তাড়ায় আমাদের জন্য সত্যিই সে ভালো ব্যাট করে আসছে। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে অপরাজিত ৮০ করে সে আমাদের জিতিয়েছে। টপ অর্ডারে এরকম অভিজ্ঞতা থাকা মানে তা মহামূল্যবান। সে বাজে বলের উপযুক্ত সাজা দেয়। তামিম এমন একজন ব্যাটসম্যান যে কিনা ােলারদের চাপে রাখে। কারণ রান করার অনেক পথ তার জানা আছে। যদি হাতে এত শট থাকে, বাজে বলকে সাজা দেয় তাহলে বোলাররা চাপে থাকেই। ডমিঙ্গোর মতে ব্যাটসম্যান তামিমের পারফরম্যান্স সহায়তা করে অধিনায়ক তামিমকে। পাশাপাশি দল সংশ্লিষ্ট অনেক কিছুতে সরাসরি সম্পৃক্ত থেকে তামিম দলের ভেতর সেরা আবহ নিশ্চিত করতে চান বলে জানালেন কোচ।
তামিম এমন একজন যার সঙ্গ খেলোয়াড়রা পছন্দ করে। সে নিজে পারফর্ম করে। নেতা হিসেবে যা মূল কাজ গুলির একটি। সে রান করে এবং আমাদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান। কিছু নেতা নেতৃত্ব দেয় নিজের খেলার ধরন দিয়েই। সে পারফরম্যান্স দিয়েই নেতৃত্ব দেয়। টিম মিটিং সে উপভোগ করে।
শুধু সেটিই নয়, আমার সঙ্গে বা অ্যানালিস্টের সঙ্গে, সবার সঙ্গে কথা বলে। বোলিং কোচের মিটিংয়েও সে থাকে। যেন বোলারদেরকে অনুবাদ করে বুঝিয়ে দিতে পারে। ওয়েস্ট ইন্ডিজে এই সিরিজ দিয়ে তামিমের নেতৃত্বে টানা পঞ্চম সিরিজ জয় করল বাংলাদেশ। নেতৃত্বের পাকাপাকি দায়িত্ব পাওয়ার পর ৭ সিরিজের ৬টিতেই জয়ী অধিনায়ক তামিম। সব মিলিয়ে ২৩ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে তার জয় ১৪টি। জয়ের হার এখন ৬০.৮৬। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের যা সেরা।

পূর্ববর্তী নিবন্ধজয়ে ফিরলো আবাহনী
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৯.৪৫ কোটি টাকা