পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ম্যাচ বেড়েছে টাইগারদের

বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে পাপন

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ভবিষ্যত সফরসূচি (ফিউচার ট্যুর প্ল্যান-এফটিপি) ঘোষণা করতে চলেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে এরইমধ্যে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর সুবাদে জানা গেছে, আগামী চার বছরের চক্রে বাংলাদেশ পাচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ। ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত এ চক্রে তিন ফরম্যাট মিলে মোট ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। এর চেয়ে বেশি ম্যাচ রয়েছে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের। তারা খেলবে ১৪৬টি ম্যাচ। এছাড়া এ চক্রে সর্বোচ্চ ৫৯টি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। টেস্ট রয়েছে ৩৪টি আর টি-টোয়েন্টি খেলবে ৫১টি। এফটিপিতে বাংলাদেশের এতো ম্যাচ বৃদ্ধিকে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে উল্লেখ করেছে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে এর পেছনে বোর্ডের অবদানের চেয়ে জাতীয় দলের পারফরম্যান্সই মূলত বড় প্রভাবক।

গতকাল মঙ্গলবার বোর্ডের বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, আইসিসিতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবেই গণ্য হয়। তবে এর পেছনে কিন্তু বোর্ড নয়, দলের পারফরম্যান্সই মূল। বাংলাদেশের ক্রিকেট যেহেতু এখন ভালো করছে সেজন্যই সবাই আগ্রহ প্রকাশ করছে। তিনি আরও বলেন আগে সবাই আমাদের এখানে এসে খেলতে চাইতো। বাইরে আমাদেরকে নিতে চাইতো না। ওরা মনে করতো ওদের দেশের দর্শকরা খেলা দেখবে না। এখন সব দেশই আমাদেরকে ডাকছে। এটা ভালো দিক। আমরাও শিখতে পারবো। এটা একটা শেখার ধাপ হতে চলেছে। কারণ আমরা তো কখনও এতো খেলা খেলিনি বাইরে গিয়ে। আমার মনে হয় এটা আমাদের জন্য ভালো।

গতকাল বার্ষিক সাধারন সভায় আরো সিদ্ধান্ত হয়েছে যে, এখন থেকে ঢাকার ক্লাবগুলোর ভোটাধিকার সমান থাকবে। প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সব বিভাগের ক্লাবই দিতে পারবে একটি করে ভোট। অর্থাৎ ঢাকার প্রতিটি ক্লাব থেকেই এখন থেকে একজন করে কাউন্সিলর থাকবেন বিসিবিতে। ২০১৩ থেকে এখন পর্যন্ত ঢাকার ৭৬ ক্লাব থেকে বিসিবিতে ছিলেন ৫৮ জন কাউন্সিলর। প্রিমিয়ার লিগের ১২ ক্লাব থেকে ১৮ জন, প্রথম বিভাগের ২০ ক্লাবের ২০ জন, দ্বিতীয় বিভাগের ২৪ ক্লাবের ১২ জন এবং তৃতীয় বিভাগে ২০ ক্লাবের ৮ জন কাউন্সিলর ছিলেন।

এখন নতুন নিয়মে ৭৬ ক্লাব থেকে ৭৬ জন কাউন্সিলর থাকবেন বোর্ডে। অর্থাৎ প্রতিটি ক্লাব থেকেই একজন করে পাবেন বিসিবি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার।

পূর্ববর্তী নিবন্ধটাইগারদের জিম্বাবুয়ে সফরের সূচি
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.৭০ কোটি টাকা