পারকি সৈকত গিলছে বালিখেকোরা

ড্রেজার দিয়ে ঘণ্টায় ২০ হাজার ঘনফুট বালি উত্তোলন

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত চট্টগ্রামের আনোয়ারা পারকি এরমধ্যে সারাদেশে পরিচিতি পেয়েছে। পর্যটন শিল্পের বিকাশে সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগে আধুনিকায়ন শুরু হলেও সৈকতের বালিতে চোখ পড়েছে অসাধু চক্রের। গত এক সপ্তাহ ধরে সৈকতে ড্রেজার দিয়ে চলছে বালি উত্তোলন। নজিরবিহীন এই কর্মকান্ডে ঘন্টায় তোলা হচ্ছে ২০ হাজার ঘনফুট বালি। এতে সম্ভাবনায় এই সমুদ্র সৈকত বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
২০১৭ সালের ৩০ মে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ‘ক্রিস্টাল গোল্ড’ জাহাজ পারকি সমুদ্র সৈকতে আটকা পড়ায় গত সাড়ে ৪ বছরে পারকি সৈকতের অবর্ণনীয় ক্ষতি হয়। অনেক টানাপোড়েনের পর জাহাজটি কাটার অনুমতি দেয় পরিবেশ অধিদপ্তর। বর্তমানে জাহাজটি কাটার কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। কিন্তু হঠাৎ করে কোন ধরনের অনুমতি ছাড়াই সৈকতের চরে ড্রেজার বসিয়ে বালি উত্তোলনের ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের পাশাপাশি এটির ভবিষ্যত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় বারশত ইউনিয়নের একটি প্রভাবশালী চক্র গত ১ সপ্তাহ ধরে সৈকতের চর থেকে ৬০০ ফুট দূরে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে নির্মাণাধীন সৈকতের পর্যটন কমপ্লেক্সের ১৩ একর জমি ভরাটের কাজ করছে প্রভাবশালী চক্র। এর ফলে সৈকতের চরের বালি সরে গিয়ে কাদায় পরিণত হয়। নষ্ট হচ্ছে সৈকত,সৌন্দর্য আর হুমকিতে দৃষ্টিনন্দন ঝাউ বাগান। স্থানীয়রা জানান, সৈকত থেকে ড্রেজার দিয়ে ঘন্টায় সর্বনিম্ন ২০ হাজার ঘনফুট বালি উত্তোলন করা হয়। দিন-রাত সৈকতের মত একটা গুরুত্বপূর্ণ স্থানে চট্টগ্রাম বন্দর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া বালি উত্তোলনের ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছ।
গত শনিবার সরেজমিন গিয়ে দেখা যায়, সৈকতের মাঝখানে ১২ ইঞ্চি পাইপ টেনে সৈকতের ৬০০ ফুট দূরে সাগর থেকে বড় ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে সরাসরি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধিগ্রহণকৃত ১৩ একর জমি ভরাট করা হচ্ছে। এসব বালি নেয়ার জন্য কাটা হয়েছে বেড়িবাঁধ ও সড়ক । বালি উত্তোলনের ফলে সৈকত জুড়ে কাদায় পরিণত হচ্ছে, যার কারণে পর্যটকরা পড়ছে দুর্ভোগে। অপরদিকে সৈকতের ঝাউ গাছের গোড়া থেকে বালি সরে গিয়ে শত শত ঝাউগাছ হুমকিতে পড়েছে। জানা যায়, পারকি সমুদ্র সৈকতকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যটন কর্পোরেশন তিন বছর মেয়াদি পারকি সৈকতে প্রবর্তন নামে একটি প্রকল্প হাতে নেয়। ২০১৭ সালের জুলাই থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়। এ প্রকল্পের অধীনে ৬৩ কোটি টাকা ব্যয়ে ১৩ একর জায়গায় আধুনিক পর্যটন কমপ্লেঙের কাজ চলছে। রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম জানান, পারকি থেকে বালি উত্তোলনের ফলে সৈকতের ব্যাপক ক্ষতি হচ্ছে, এছাড়া বেড়িবাঁধও হুমকিতে রয়েছে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক ফেরদৌস হোসেন জানান, পারকি সৈকত থেকে বালি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। সৈকত থেকে বালি উত্তোলনে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেই। তিনি আরো জানান, আইন ভঙ্গ করে কেউ বালি উত্তোলন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ জানান, পারকি সৈকত থেকে বালি উত্তোলনে কোন ঠিকাদারকে অনুমতি দেয়া হয়নি। বালি উত্তোলনের ঘটনা অবহিত হয়ে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজির মামলায় হেলেনা জাহাঙ্গীরের নামে চার্জশিট
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ১১ লাখ টাকার বালি জব্দ নিলামে বিক্রি