আনোয়ারায় পারকি সমুদ্র সৈকতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ছাদেক (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় সৈকতের চরে বালিতে পানি দেওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত ছাদেক স্থানীয় দুধকুমড়া গ্রামের উত্তর পাড়ার পেচু মিয়ার পুত্র। নিহত ছাদেক পারকি সমুদ্র সৈকতের এক হোটেল কর্মচারী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার ছাদেক তাদের দোকানের সামনের বালু চরে ধুলোবালি বন্ধ করতে মোটর থেকে পানি দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।