আনোয়ারার পারকি বিচ এলাকায় সরকারের কয়েকশ’ কোটি টাকার জায়গা দখল করে নেয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রাস্তা এবং বিনোদন কেন্দ্র গড়ে তোলার এক অপচেষ্টা ভন্ডুল করে দেয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, চট্টগ্রামের অন্যতম বিনোদন স্পট পারকি সমুদ্র সৈকত এলাকায় জায়গার দাম দিন দিন বাড়ছে। কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের প্রেক্ষিতে এই এলাকায় জায়গার দাম বহুগুণে বৃদ্ধি পেয়েছে। দাম বাড়ার সাথে সাথে সরকারি জায়গা দখলের লাগামহীন তৎপরতা শুরু হয়েছে। দু’চার শতক ব্যক্তিগত জায়গা কিনে তার সাথে কয়েক একর সরকারি খাস জায়গা দখল করে বিনোদন কেন্দ্র গড়ে তোলার ঘটনাও ঘটেছে। পারকি বিচ এলাকায় ফুলতলী মৌজায় সরকারের খাস খতিয়ানভুক্ত জায়গা রয়েছে দুইশ’ একরের মতো। কয়েকশ’ কোটি টাকা দামের এই জমির প্রায় পুরোটাই দখল করে নেয়া হয়েছে। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের জায়গাও দখল করে নানা ধরনের অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী একটি মহল দিনে রাতে সরকারি জায়গা দখল করছে। জনপ্রতিনিধির ব্যানারেও দখল করা হচ্ছে সরকারি জায়গা।
পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বিনোদন কেন্দ্র গড়ে তোলা এবং রাস্তা তৈরি করার এক অপচেষ্টা গত সোমবার ভন্ডুল করে দেয়া হয়েছে। সরকারি ছুটির দিনে স্থানীয় একজন জনপ্রতিনিধি নিজের মালিকানাধীন বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের মহোৎসব চালাচ্ছে মর্মে খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। এ সময় রাস্তা নির্মাণসহ জায়গা দখলের তৎপরতা বন্ধ করে দেয়া হয়।
পুরো পারকি বিচে জায়গা দখলের যে অপচেষ্টা চলছে তা কঠোরভাবে দমন করা না হলে ভবিষ্যতে পরিকল্পিত একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলা কঠিন হবে বলে মন্তব্য করে স্থানীয় বাসিন্দারা বলেছেন, সংঘবদ্ধ একটি চক্র সুকৌশলে কোটি টাকার জায়গা দখল করে নিচ্ছে। সরকারের মূল্যবান ভূমি নিয়ে একটি চক্র বেসাতি চালাচ্ছে বলেও তারা অভিযোগ করেছেন।
বিষয়টি নিয়ে আনোয়ারা থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে গতরাতে কর্তব্যরত কর্মকর্তা বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে নেয়ার একটি অপচেষ্টা ভন্ডুল করে দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলেও উক্ত কর্মকর্তা জানান।