চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ভেজাল ঘি উৎপাদনের অভিযোগে আই কিউ ফুড প্রোডাক্টস কোম্পানিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০২ ডিসেম্বর) বিকেলে মোহরা এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম মেট্রোর (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই কারখানায় ভেজাল ঘি উৎপাদনসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় এ কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই কারখানার উৎপাদিত ৩০০ কেজি ভেজাল ঘি ধ্বংস করা হয়। এবং কারখানার সকল কার্যক্রম বন্ধ করা হয়।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, ওই কারখানায় একটি টিনশেড ভবনের ৪টি কক্ষ নিয়ে অপরিষ্কার পরিবেশে কারখানাটির কার্যক্রম চলছিল। সেখানে দেখা যায়, খোলা বাজার থেকে পাম অয়েল সংগ্রহ করে প্রতি ৪-৫কেজি পাম অয়েলের সাথে ০১ কেজি ঘি মিশিয়ে প্রস্তুতকৃত ভেজাল ঘি ১৫-২০ রকমের কোম্পানির নামে বাজারজাত করা হচ্ছিল।
এসব অপরাধের কারণে আড়াই লাখ টাকা জরিমানা করা হয় এবং ভেজাল ঘি তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, প্রতিষ্ঠানটি ১ নম্বর ঘি পাবনা ও সিরাজগঞ্জ থেকে কিনে আনতো। আর তাদের অবৈধ কারখানায় বসে নকল ঘি তৈরি করে নগরের চকবাজারের সবুজ হোটেল, মুরাদপুর ও জিইসির জামাল হোটেল, জিইসির কাবাব চিলিসহ নামি-দামি হোটেল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় সাপ্লাই দিত।