পাভেলের বস অপি করিম!

| শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:৩২ পূর্বাহ্ণ

দেশের নন্দিত অভিনেত্রী অপি করিম, অন্যদিকে সময়ের জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল। প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগ করলেন তারা। সমপ্রতি একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তারা। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সাগর জাহান। খবর বাংলানিউজের।

বিজ্ঞাপনটিতে অপি করিমকে দেখা যাবে পাভেলের বসের ভূমিকায়। পরিচালক সাগর জাহান বলেন, অপিকে নিয়ে পরপর দুটি বিজ্ঞাপনে কাজ করলাম। আমি যে কোনো বিজ্ঞাপন করার আগে তার গুণগত মান জানার চেষ্টা করি। অপি করিম বর্তমানে আগের মতো অভিনয়ে নেই। তবে এবার ঈদে ‘উৎসব’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী।

ফ্যামিলি ড্রামা ঘরানার এই সিনেমায় অপির অভিনয় দারুণ প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, সৌম্য জ্যোতিসহ অনেকে।

পূর্ববর্তী নিবন্ধ৪৪তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু আজ
পরবর্তী নিবন্ধজানা গেল কবে টিভিতে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’