পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার অনুমতি

| সোমবার , ১৪ ডিসেম্বর, ২০২০ at ৫:৩০ পূর্বাহ্ণ

করোনাভাইরাস মহামারীর মধ্যে অ্যাকাডেমিক কাউন্সিল থেকে সিদ্ধান্ত নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির চূড়ান্ত পরীক্ষা ও সেমিস্টার ফাইনাল নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহার সভাপতিত্বে গতকাল রোববার এক ভার্চুয়াল সভায় এই অনুমতি দেওয়া হয় বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
ইউজিসি সদস্যরা ছাড়াও ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এই সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে দেশের অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ রয়েছে। কওমি মাদ্রাসা বাদে সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস নিলেও পরীক্ষা নিতে পারছিল না। এখন সেমিস্টার ফাইনাল ও চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রে সেই অনুমতি দেওয়া হল। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়ন নিয়ে সাতটি সুপারিশ করেছে ইউসিজি। সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, পরীক্ষা গ্রহণের বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ডিনস কমিটি, অ্যাকাডেমিক কাউন্সিলসহ সংশ্লিষ্ট কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পরীক্ষার মান নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, সেদিকে খেয়াল রাখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার চালু ইউনেস্কোর
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো একজনের মৃত্যু শনাক্ত ৭৮