ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় শূন্য ঘোষিত কাজী শহিদ ইসলাম পাপুলের আসনে উপনির্বাচন হবে আগামী ১১ এপ্রিল। রায়পুর এবং সদর উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিল গতকাল বুধবার ঘোষণা করে ইসি। কমিশন সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের জানান, এ আসনে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৮ মার্চ, বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ। এরপর ভোট হবে ১১ এপ্রিল। খবর বিডিনিউজের। আসনটিতে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে।