‘পাপিয়ারা দেশের জন্য বিপজ্জনক’

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৪:৩৮ পূর্বাহ্ণ

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমন রাজনীতিতে জড়িত থাকলেও জনগণের কল্যাণে তারা নিয়োজিত ছিলেন না, বরং দেশের জন্য তারা ‘মারাত্মক বিপজ্জনক’ ছিলেন বলে পর্যবেক্ষণ এসেছে আদালতের রায়ে। অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে ওই দম্পতিকে দোষী সাব্যস্ত করে দুই ধারায় ২০ বছর ও সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ। খবর বিডিনিউজের।
গতকাল সোমবার ওই রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, শামিমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান সুমন সজ্জন রাজনীতিবিদ ছিলেন না। তাদের বাসা থেকে ৫৮ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়, যার কোনো বৈধতা থাকতে পারে না। এত টাকা থাকার কোনো যুক্তিও থাকতে পারে না। তারা তথাকথিত রাজনীতিবিদ। নিজেদের প্রাপ্তি নিয়েই ব্যস্ত থাকেন। দেশ ও জনগণের কল্যাণে তারাতো নিয়োজিত ছিলেনই না বরং দেশের জন্য তারা মারাত্মক বিপজ্জনক ছিলেন। যে কোনো অন্যায় কাজে লাগানোর জন্য তারা তাদের খাটের তোষকের তলায় একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি রেখেছিলেন। এ অবৈধ অস্ত্র ও গুলি তাদের নিয়ন্ত্রণ, দখল ও জ্ঞানের মধ্যে ছিল।

পূর্ববর্তী নিবন্ধতদন্ত প্রতিবেদনকে চ্যালেঞ্জ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর
পরবর্তী নিবন্ধঅস্ত্র মামলায় পাপিয়া দম্পতির ২০ বছরের কারাদণ্ড