পান চুরির বিচার চাওয়ায় চাচির শরীরে ২২ কোপ

মহেশখালীতে যুবক গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ১৫ অক্টোবর, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

বরজ থেকে পান চুরির ঘটনায় বিচার চাওয়ায় ক্ষুব্ধ ভাতিজা চাচা-চাচিসহ পরিবারের সবাইকে খুন করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। এ সময় রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চাচি ও চাচাতে ভাইকে হত্যা চেষ্টা করে রিদোয়ান (২৪) নামে এক যুবক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব কাঠালতলী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হাসিনা বেগম (৩৮) এবং তার ছেলে মোফাচ্ছেল (১১) দুজন এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। হাসিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বামী মোজাফফর আহমদ। গতকাল শুক্রবার বিকেলে বড় মহেশখালীর ফকিরা ঘোনা থেকে স্থানীয়দের সহায়তায় হামলাকারী রিদোয়ানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আহত হাসিনা বেগমের স্বামী মোজাফফর আহমদ বলেন, চার মাস আগে আমার চাচাতো ভাই আবুল কালামের পুত্র রিদোয়ান অন্যান্য সহযোগী নিয়ে আমার পান বরজ থেকে পান চুরি করে। এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার মো. আনোয়ারের কাছে বিচার দিলে রিদোয়ান ক্ষুব্ধ হয়ে প্রতিশোধের স্পৃহা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ধারালো দা নিয়ে আমিও আমার স্ত্রী পুত্রকে খুন করার ঘোষণা দিয়ে ঘোরাফেরা করতে থাকে। এ সময় আত্মরক্ষার্থে বাজারে থেকে আমার স্ত্রীকে ফোন করে সতর্ক থাকার জন্য ফোন করি। এ সময় রিদোয়ান অতর্কিত হামলা চালিয়ে আমার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে শরীরে বিভিন্ন জায়গায় ২০/২২টি জখম করে হত্যার চেষ্টা চালায়। এ সময় সে আমার ১১ বছরের ছেলে মোফাচ্ছেলকেও কুপিয়ে আহত করে আহত করে পালিয়ে যায়। বর্তমানে আমার স্ত্রী মরণাপন্ন অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ইউপি মেম্বার আনোয়ার বলেন, রিদোয়ান তার দলবল নিয়ে এলাকায় চুরি ডাকাতি করে। পান চুরির বিষয়ে বিচারে সন্ত্রাসী রিদোয়ান আসেনি। সে প্রকাশ্যে ৪/৫ জনকে খুন করার ঘোষণা দিয়ে হামলা চালিয়েছে। গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গতকাল বিকেলে বড় মহেশখালী থেকে ঘাতক রিদওয়ানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধসকালে একজন নিখোঁজ, বিকালে ভেসে এল লাশ
পরবর্তী নিবন্ধবানরকে বাঁচাতে গিয়ে কার ৫০ ফুট গভীর খাদে