পান্নালাল বড়ুয়া

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) কার্যনির্বাহী পরিষদের সাবেক কোষাধ্যক্ষ পান্নালাল বড়ুয়া (৬১) মৃত্যুবরণ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে নগরীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পান্নালাল বড়ুয়া যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী পরিষদে দীর্ঘ সময়কালীন অধিষ্ঠিত থেকে মানব কল্যাণে বিরাট অবদান রেখেছেন। তিনি একজন নির্ভীক, ন্যায়পরায়ণ ও আদর্শ সমাজ সংগঠক ছিলেন। তার মৃত্যুতে জেএসইউএসএর পক্ষ থেকে সভাপতি এডভোেকট মোহাম্মদ রফিকুল আলম, সহসভাপতি বিপুল বড়ুযা, সাধারণ সম্পাদক ইয়াসমীন পারভীন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিমল দত্ত
পরবর্তী নিবন্ধমুহাম্মদ ইসমাইল হুসাইন