যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) কার্যনির্বাহী পরিষদের সাবেক কোষাধ্যক্ষ পান্নালাল বড়ুয়া (৬১) মৃত্যুবরণ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে নগরীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পান্নালাল বড়ুয়া যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী পরিষদে দীর্ঘ সময়কালীন অধিষ্ঠিত থেকে মানব কল্যাণে বিরাট অবদান রেখেছেন। তিনি একজন নির্ভীক, ন্যায়পরায়ণ ও আদর্শ সমাজ সংগঠক ছিলেন। তার মৃত্যুতে জেএসইউএস–এর পক্ষ থেকে সভাপতি এডভোেকট মোহাম্মদ রফিকুল আলম, সহসভাপতি বিপুল বড়ুযা, সাধারণ সম্পাদক ইয়াসমীন পারভীন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।