পানি-চিনি আর ক্যামিকেল দিয়ে তৈরি হয় নকল জুস

বায়েজিদে কারখানায় অভিযান, গ্রেপ্তার ২

| সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

নগরের বায়েজিদ বোস্তামী থানার সামাদপুর জাঙ্গাল পাড়ায় অবৈধভাবে গড়ে তোলা নকল জুস কারখানায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ। অভিযানে ২৫ হাজার ২০০ বোতল নকল লিচি জুস এবং জুস তৈরির বিভিন্ন উপকরণসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বাংলানিউজের।

গত শনিবার রাত সোয়া ১২টার দিকে এভারফ্রেশ এগ্রো এন্ড ডেইরি কারখানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হল প্রতিষ্টানটির ম্যানেজার মো. শফিকুল ইসলাম (২৯) ও কর্মচারী মো. শফিকুর রহমান (২২)

মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, সরকারি নীতিমালা উপেক্ষা করে অবৈধভাবে গড়ে তোলা নকল জুস তৈরি করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে কারখানা ম্যানেজার ও কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। কারখানার মালিক পলাতক রয়েছে। এ সময় তৈরি করা ২৫ হাজার ২০০ বোতল নকল লিচি জুস এবং জুস তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, কারখানাটিতে প্রায় তিন বছর যাবত পানি, চিনি এবং বিভিন্ন ধরনের ক্যামিকেল দিয়ে নকল জুস তৈরি করে আসছিল। প্রতিষ্ঠানটি কোনো ধরনের সরকারি অনুমতির কাগজপত্র আমাদের দেখাতে পারিনি। কিছুদিন আগেও কারখানাটিতে জরিমানা করা হয়েছিল। কারখানার মালিক ও গ্রেপ্তারদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটিকটক করে ফেসবুকে আপলোড টেকনাফে দুই শিক্ষার্থী বহিষ্কার
পরবর্তী নিবন্ধবাণিজ্য কমলেও ডলারের বাড়তি দামে রেকর্ড রাজস্ব