পানির স্রোতে ব্রিজের দুপাশে ভাঙন, যান চলাচল বন্ধ

লোহাগাড়ার বামির খাল

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:৩০ পূর্বাহ্ণ

উপজেলায় বামির খালে পানির স্রোতে ব্রিজের দুপাশে ভাঙন দেখা দিয়েছে। এতে যানবাহনসহ মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো মুহুর্তে ধসে পড়তে পারে ব্রিজটি। উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লোহার দিঘীর পাড়ের পূর্ব পাশে দফাদার পাড়ায় এ ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বর্ষণ ও পানির ঢলে বামির খালের দফাদার পাড়া এলাকায় একটি ব্রিজের দুই পাশে সড়কে ভাঙন দেখা দেয়। যার ফলে বর্তমানে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সড়ক দিয়েই চলাচল করে লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্‌রাসা, মধ্য লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় ও মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এলাকাবাসীর চলাচলের রাস্তার ব্রিজ ভেঙে গেলে চরম দুর্ভোগ পোহাতে হবে।

গত বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার লোহার দিঘীর পাড় এলাকা থেকে গ্রামীণ সড়ক বেয়ে আধা কিলোমিটার ভেতরে গেলেই দফাদার পাড়ায় বামির খালের উপর স্থিতি ব্রিজের অবস্থান। পানির স্রোতে ইতোমধ্যে ব্রিজের দুই পাশে সড়কের অনেকাংশ মাটি সরে গেছে। বৃষ্টি ও পানির স্রোত অব্যাহত থাকলে যেকোনো মুহুর্তে ধসে পড়তে পারে ব্রিজটি। স্থানীয় আবু সাইদ জানান, এই সড়ক দিয়ে এলাকার অনেক শিক্ষার্থীসহ স্থানীয়রা যাতায়াত করেন। ওই এলাকার জন্য সড়কটি খুবই জনগুরুত্বপূর্ণ। টানা বর্ষণে বামির খালের পানির স্রোতের দফাদার পাড়া এলাকায় ব্রিজের দুই পাশে রাস্তার মাটি সরে গেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভেঙে যেতে পারে ব্রিজটি।

স্থানীয় ইউপি সদস্য মো. হামিদ জানান, সম্প্রতি বামির খাল খননের সময় অপরিকল্পিতভাবে ব্রিজের গোড়া থেকে মাটি কাটা হয়। যার ফলে টানা বৃষ্টি ও পানির স্রোতে ব্রিজের দুই পাশে সড়কের মাটি সরে গেছে। এতে চরম ঝুঁকিতে রয়েছে ব্রিজটি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে কয়েকটি গ্রাম প্লাবিত, পাহাড় ধসের শঙ্কা
পরবর্তী নিবন্ধমোহরায় ৩৯ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার