পানির স্তর কমছে, বিদ্যুৎ উৎপাদনও কমে যাচ্ছে

কাপ্তাই লেক

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১১:২৪ পূর্বাহ্ণ

কাপ্তাই লেকে পানির স্তর দিন দিন কমে যাচ্ছে। পানি কমে যাওয়ার কারণে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনও কমে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী বর্তমানে (২৪ নভেম্বর) কাপ্তাই লেকে পানি থাকার কথা ১০৬.৪০ মীন সী লেভেল (এমএসএল)। কিন্তু এখন লেকে পানি রয়েছে ১০১.৪১ এমএসএল। অর্থাৎ লেকে এখন ৫ ফুট পানি কম রয়েছে। বর্তমানে বৃষ্টি না থাকায় এবং পাহাড়ি ঝরনাগুলো শুকিয়ে যাওয়ায় লেকে কোনো উৎস থেকে পানির স্তর বৃদ্ধি পাচ্ছে না। তার ওপর প্রতিদিন বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আর বিদ্যুৎ উৎপাদনে পানির ব্যবহারের কারণে লেকে পানির স্তর ধীরে ধীরে কমে যাচ্ছে।
রুলকার্ভের চেয়ে এখন কাপ্তাই লেকে ৫ ফুট পানি কম থাকার কথা স্বীকার করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের। বর্তমানে ৪টি জেনারেটর বিদ্যুৎ উৎপাদনে চালু রয়েছে। এই চারটি জেনারেটর থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধচবির ২৫তম ব্যাচের অভিষেক ও সম্মিলন
পরবর্তী নিবন্ধকরোনার টিকা পেলো মাইডাস সেইফটির ১ হাজার শ্রমিক