পানির সংকটে আগুন নেভাতে হিমশিম

এলাকার কয়েকটি পুকুরের পানি শেষ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

পানি সংকটের কারণে সীতাকুণ্ডের ছোট কুমিরা হিঙ্গুরি পাড়া এলাকার তুলার গুদামের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। গতরাত ১২টায় এ সংবাদ লেখার সময়ও গুদামের ভেতরে থাকা তুলার বান্ডিলে জ্বলছিল আগুন।

স্থানীয় বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। শুরুতে গুদামের পাশে থাকা খাল থেকে তারা পানি ছিটানোর কাজ শুরু করেন। তবে ঘণ্টা দুয়েকের মধ্যে খালের পানি শেষ হয়ে যায়। এরপর তারা গুদামের পাশে থাকা নেমসন কনটেনার ডিপোর ভেতরের জলাধার থেকে পানি সংগ্রহ করেন। তবে বিকেলে সেখানকার পানি শেষ হয়ে গেলে তারা একাধিক গাড়ি নিয়ে আধা কিলোমিটার দূরের এলাকা থেকে পানি এনে তুলার গুদামের আগুনে পানি ছিটান। দফায় দফায় পানি ছিটানোর কারণেই ইতিমধ্যে এলাকার বেশ কয়েকটি পুকুরের পানি শেষ হয়ে গেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, তারা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। জলাশয়ের সংকটের কারণে পর্যাপ্ত পানি না পাওয়ায় আগুন নিভাতে দেরি হচ্ছে। তা না হলে বিকেলের মধ্যে আগুন পুরোপুরি নিভানো সম্ভব হত।

পূর্ববর্তী নিবন্ধএত এত প্রকল্প কি দেশ ধ্বংসের নমুনা, প্রশ্ন প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ঘোষিত অসহযোগ আন্দোলন অব্যাহত থাকে