পানির লাইন বসাতে গিয়ে চবিতে মিলল পরিত্যক্ত দেশীয় অস্ত্র

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৬:০৬ অপরাহ্ণ

পানির লাইন বসাতে গিয়ে মাটি খননের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হলের পাশে মাটির নিচ থেকে রাম দা, কিরিচ, চাপাতিসহ অন্তত ৩০ টি বিভিন্ন রকম পরিত্যক্ত দেশীয় অস্ত্র পাওয়া গেছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে চবির আলাওল ও এ এফ রহমানের হলের মাঝামাঝি একটি খালি জায়গা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ও আলাওল হলের মাঝামাঝি একটি খালি জায়গায় শ্রমিকরা পানির লাইনের কাজ করতে গিয়ে মাটির নিচে এসব দেশীয় অস্ত্রের সন্ধান পান। পরে প্রক্টরিয়াল বডি এসে অস্ত্রগুলো উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা মাটি খনন করতে গিয়ে পুরাতন কিছু দেশীয় অস্ত্রের সন্ধান পায়। খবর পেয়ে আমরা সেগুলো উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

পূর্ববর্তী নিবন্ধলরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধশঙ্খ নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু