ওয়াসার পানির বিল আদায়ের জন্য তালিকাভুক্ত ৪টি ব্যাংকের অজ্ঞাত কর্মকর্তা–কর্মচারীদের যোগসাজশে প্রতারণার মাধ্যমে ২৪ লাখ ৬৬ হাজার টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম ওয়াসার দুই ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুই আসামি হলেন, মো. আজমির হোসেন অভি এবং মিঠুন ঘোষ। গত মঙ্গলবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপসহকারী পরিচালক মেরিন আক্তার নিজ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। কার্যালয়টির উপপরিচালক সুবেল আহমেদ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা ওয়াসার পানির বিল আদায়ের জন্য তালিকাভুক্ত ৪টি ব্যাংকের অজ্ঞাত কর্মকর্তা–কর্মচারীদের যোগসাজসে প্রতারণার মাধ্যমে মোট ২৪ লাখ ৬৬ হাজার ৭৯ টাকা সংগ্রহ করে তা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এরমধ্যে জনতা ব্যাংক কর্নেল হাট শাখার মাধ্যমে ৭৯ হাজার ৭৬৮ টাকা, মিডল্যান্ড ব্যাংক চৌধুরী হাট শাখার মাধ্যমে ২ লাখ ১৫ হাজার ৪৬৪ টাকা, সাউথইস্ট ব্যাংক ব্যাংক হালিশহর শাখার মাধ্যমে ৬২ হাজার ৯৮৫ টাকা এবং ওয়ান ব্যাংক চান্দগাঁও শাখার মাধ্যমে ২১ লাখ ৭ হাজার ৮৬২ টাকা আত্মসাৎ করেছেন।