ব্যাংকক থেকে রাজধানীর যাত্রাবাড়ীর শ্যামপুর বাণিজ্যিক এলাকার প্রতিষ্ঠান হ্যামকো কর্পোরেশন লিমিটেড পানির ফিল্টার ঘোষণায় আড়াই হাজার কার্টনে ৫০ লাখ শলাকা বিদেশি সিগারেট নিয়ে আসে। গতকাল বিকেলে চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ এমভি কোটা আঙ্গগুনটি জেনারেল কার্গো বার্থের ১০ নম্বর জেটিতে ভিড়ার পর গোপন সংবাদের ভিত্তিতে সিগরিেটের চালানটি জব্দ করা হয় বলে জানান চট্টগ্রাম চট্টগ্রাম কাস্টম হাউসের উপ–কমিশনার এ কে এম খায়রুল বাশার ।
চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, আমদানিকারক প্রতিষ্ঠান ৩০০ প্যাকেজে পানির ফিল্টার আমদানির ঘোষণা দিয়ে ঢাকার গুলশান এভেনিউর সিটি ব্যাংকে এলসি খুলে। ১ হাজার ২৩ টিইইউস কন্টেনার নিয়ে আসা জাহাজটির একটি কন্টেনারে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির তথ্য ছিল কাস্টমসের এআইআর শাখার কাছে। পরে বৃহস্পতিবার রাতে কন্টেনারটি নামিয়ে কায়িক পরীক্ষা করতে গিয়ে দেখা যায় পানির ফিল্টারের স্থলে আনা হয়েছে আড়াই হাজার কার্টন (৫০ লাখ শালাকা) বিদেশি মন্ড ব্রান্ডের সিগারেট। পরে এসব সিগারেট কাস্টমস ও শুল্ক গোয়েন্দা জব্দ করে। চালানটির শিপিং এজেন্ট ছিল নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার জাহান চেম্বারের প্রতিষ্ঠান ফাস্ট ট্রাক কার্গো সলিউশন লিমিটেড। তবে কত টাকা শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কাসটমস। আমদানিকারক ও এই চালানের সাথে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইনের আওতায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।