ভবনের নিচতলায় থাকা পানির ট্যাংকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৫ বছর বয়সী এক শিশুর। গতকাল নগরীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকার আমজাদ হাজীর বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মাইশা। তার বাবা আনোয়ার হোসেন। জানা গেছে, ৫ তলা ভবনটির ২য় তলায় নানার বাসায় থাকতো মাইশা।
প্রতিদিনের মতো গতকাল বিকেলেও খেলতে বের হয় শিশুটি। কিন্তু এরপর থেকে কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যার দিকে পানির ট্যাংক থেকে মাইশাকে উদ্ধার করা হয়। মূমুর্ষূ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আমির।
মাইশার নানার পরিবার সূত্রে জানা যায়– মাইশার মা–বাবা কেউ নেই। বেশ কয়েকবছর আগে মাইশা ও তার মাকে ফেলে চলে যান আনোয়ার হোসেন। পরে মাও অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে নানা মো. জামাল উদ্দিনের সঙ্গেই থাকতো শিশুটি। নানা–নানি ও মামাদের আদর–স্নেহেই বেড়ে উঠছিল মাইশা।
জানা গেছে, গতকাল দুপুরের খাওয়ার পর বাসার সকলে বিশ্রাম নিচ্ছিলেন। বিকেলের দিকে মাইশা বাসা থেকে বের হয়ে যায়। তার মামা সজিব বলেন, বাইরের দোকান, অলিগলিতে অনেক খুঁজেও তাকে পাইনি। পরে ভবনের নিচে পানির যে ট্যাংক আছে, সেখানে মাইশাকে দেখতে পান আমার বাবা। দ্রুত হাসপাতালে নিয়েও আমার ভাগনিকে বাঁচাতে পারিনি।
ঘটনাস্থলে যাওয়া খুলশী থানার এসআই আলি বিন কাশিম আজাদীকে বলেন, ভবনের নিচ তলায় পানির যে ট্যাংকটি আছে, তার ঢাকনাটা বেশিরভাগ সময়ই খোলা থাকে। সেখান থেকে অনেকে পানি নেয়। ঢাকনা খোলা থাকায় শিশুটি ট্যাংকে পড়ে যায় বলে আমরা ধারণা করছি।