পানিবন্দি ৫০০ পরিবারে রান্না করা খাবার বিতরণ করলেন আবদুচ ছালাম

| বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১০:৫৪ পূর্বাহ্ণ

টানা বৃষ্টিতে নগরীর ৫নং মোহরা ওয়ার্ডে পানি বন্দী ৫০০ পরিবারের মাঝে গতকাল মঙ্গলবার দুপুরে রান্না করা খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম।

এসময় তিনি বলেন, বিপদে সহমর্মিতা ও সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের অসচেতনতার কারণে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, ঘুর্ণিঝড়, জলোচ্ছাসের মত বৈরী আচরণ করছে প্রকৃতি। কিছুদিন পূর্বেও অনাবৃষ্টিতে মানুষ বৃষ্টিলাভের জন্য হাহাকার করেছে। আর এখন টানাবৃষ্টিতে শহর থেকে গ্রামের নিম্মাঞ্চল প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। নগরীতে অনেকেরই ঘরে চুলা জ্বলছেনা, থাকার ঘরে পর্যন্ত পানি প্রবেশ করে জনজীবন দুর্বিসহ হয়ে ওঠেছে। প্রধানমন্ত্রী সকল জনপ্রতিনিধি ও দায়িত্বশীল নেতৃবৃন্দকে তাদের কর্মী বাহিনী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নির্দেশনা দিয়েছেন।

আমাদের যাদের সুযোগ রয়েছে, সামর্থ রয়েছেতাদের উচিৎ ভোগান্তিতে থাকা এ সমস্ত মানুষের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে উদ্যোগী ভূমিকায় অবতীর্ণ হওয়া।

খাবার বিতরনকালে উপস্থিত মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস এম আনোয়ার মির্জা, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ইসাহক, মোরশেদ খোকন, আরজু, মোহাম্মদ আজম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সাথে একদিন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ৭৬ ব্যাচের পুনর্মিলনী