অতিভারী বর্ষণ ও জোয়ারের কারণে সৃষ্ট অবস্থায় পানিবন্দি মানুষের মাঝে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। তার ধারাবাহিকতায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানের নেতৃত্বে গতকাল রোববার নগরীর বাকলিয়াস্থ শান্তিনগর এলাকায় পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। বিশুদ্ধ পানি ও খাবার পানিবন্দি পরিবারের কাছে পৌঁছে দিয়েছে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব স্বেচ্ছাসেবকরা।
এছাড়াও রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পক্ষ থেকে প্রতিনিয়ত জনসচেতনতা মূলক বার্তা প্রচার চলমান রয়েছে। এছাড়াও ভারি বর্ষনে পাহাড়ধসের ঝুঁকি থাকায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে নগরীর আকবর শাহ, মতি ঝর্ণা ও সবুজ বাগ আবাসিকস্থ এলাকায় ঝুঁকিপূর্ণ ভাবে পাহাড়ের পাদদেশে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য সচেতনতামূলক মাইকিং এবং বার্তা প্রচার হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।