রাউজান উপজেলায় পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনে আগামী সোশ্যাল ফাউন্ডেশনের মতবিনিময় সভা সম্প্রতি রাউজান পৌরসভার সম্মলন কক্ষে অনুষ্ঠিত হয়। রাউজান পৌরসভার মেয়র জমিরউদ্দিন পারভেজকে বিষয়টি অবহিত করেন ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক আলমগীর সবুজ। মেয়র বলেন, পানিতে ডুবে মৃত্যু রোধে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। শিশুদের সাঁতার শেখানো নিশ্চিত করা ও অরক্ষিত পুকুরে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করতে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন রিডার্স স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু, সাংবাদিক সাইদুল ইসলাম, মীর আসলাম, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাংবাদিক জাহেদুল আলম, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, আবু সালেক, সাবের হোসেন ও নাসির উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।