পানিতে ডুবে মীরসরাইয়ে শিশুর মৃত্যু

‎মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:২৮ অপরাহ্ণ

মীরসরাইয়ে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে ডুবে আফরাজ সাইফ (৩) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি জোরারগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম আরজু একমাত্র ছেলে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র জানায়, শিশু সাইফ প্রতিদিনের মতো বাড়ির পাশে খেলাধুলা করছিল। অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

‎তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফকে মৃত ঘোষণা করেন। শিশুটির এই মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির সাফিয়া আর দেশে ফিরবে না
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ি পুলিশের অভিযানে বন্দুক উদ্ধার