পানিতে ডুবে আরও ২ মৃত্যু

বোয়ালখালী ও খাগড়াছড়ি

আজাদী ডেস্ক | সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

বোয়ালখালী ও খাগড়াছড়িতে পানিতে ডুবে এক শিশু ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার এই দুর্ঘটনা দুটি ঘটেছে। এর মধ্যে বোয়ালখালীতে নানার বাড়িতে পুকুরে ডুবে শিশু মায়েশা (৫) ও খাগড়াছড়িতে গোমতী নদীতে গোসল করতে গিয়ে নুসরাত জাহান (১৬) নামে কিশোরীর মৃত্যু হয়।
বোয়ালখালী প্রতিনিধি জানান, বোয়ালখালীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশু মায়েশার মৃত্যু হয়। গতকাল বিকালে উপজেলার চরণদ্বীপ মসজিদ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়েশা বোয়ালখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ফুলতল এলাকার মাহাদারো বাড়ির মো. আকতারের মেয়ে।
মায়েশার মামা রাশেদ জানান, বিকালে বাড়ির উঠানে অন্যান্যদের সাথে খেলার সময় অসাবধানতাবশত মায়েশা পাশের পুকুরে পড়ে যায়। স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মায়েশা মায়ের সাথে দুদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ওহি উদ্দিন বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের সময় মায়েশা নামে এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এ সময় শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, গতকাল সকালে মাটিরাঙ্গার বেলছড়ির গোমতী নদীতে গোসল করতে নেমে ডুবে নুসরাত জাহান নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে ঢাকার মিরপুর-১৪ এর মো. কাউসার আলমের মেয়ে। নুসরাত তার মামার বাড়ি বেড়াতে এসেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডুবে যাওয়ার পরে সহপাঠীদের চিৎকার শুনে নদীর আশেপাশের লোকজন এগিয়ে আসে। একজনকে জীবিত উদ্ধার করলেও নিহত নুসরাত পানির গভীরে চলে যায়। এরপর প্রায় এক ঘণ্টা স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজ করে নুসরাতের মরদেহ খুঁজে পায়।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জানান, সকালে নুসরাতসহ ৫ সহপাঠী গোসল করতে নেমে দুজন ডুবে যায়। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ-বিএনপি কেউ পালন করতে পারেনি কর্মসূচি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আজ থেকে ফের মাঠে নামছে স্বাস্থ্য বিভাগ