অনুমোদনহীন পানি উৎপাদন ও পাউরুটিতে অগ্রিম তারিখ দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিএসটিআইয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সঠিকভাবে পরিশোধিত না করা ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করায় ডবলমুরিং থানার হাজী পাড়া এলাকার শিল্প ড্রিংকিং ওয়াটার কোম্পানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স ফুড ম্যাঙ নামের একটি বেকারিকে পাউরুটিতে অগ্রিম উৎপাদন তারিখ দেয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।