পানশালায় ১৭ মৃত্যু, তদন্তে দক্ষিণ আফ্রিকার পুলিশ

| সোমবার , ২৭ জুন, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের ইস্ট লন্ডনের জনপ্রিয় এক পানশালার ভেতর ১৭ ক্রেতার মৃত্যুর ঘটনা নিয়ে কর্তৃপক্ষ তদন্তে নেমেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। শহরের কেন্দ্রস্থল থেকে তিন কিলোমিটার দূরে সিনারি পার্ক এলাকার পানশালায় মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের বয়স ১৮ থেকে ২০ এর মধ্যে। খবর বিডিনিউজের।

কি কারণে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তা বোঝা যাচ্ছে না, রোববার ব্রিগেডিয়ার তেমবিনকোসি কিনানা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন। পুলিশ স্থানীয়দের কাছ থেকেই প্রথম এ সংক্রান্ত খবর পায়।

কী পরিস্থিতিতে তাদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর কারণ সম্বন্ধে এখনই কিছু বলা যাচ্ছে না, বলেছেন কিনানা।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়া থেকে আর সোনা কিনবে না যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
পরবর্তী নিবন্ধকীসের পদত্যাগ, আরও এক যুগ ক্ষমতায় থাকতে চান জনসন