ভারত সীমান্ত ঘেঁষা উপজেলা খাগড়াছড়ির পানছড়ি। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ‘কে মিষ্টি উপহার দিয়েছে পানছড়ি ব্যাটালিয়ন–৩ বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিজিবি গিলাতলী বিওপি কমান্ডার নায়েব সুবোদর মো. নিজাম উদ্দিন ও কচুছড়ি মুখ বিওপি হাবিলদার মোস্তাফিজুর রহমান উপহারের মিষ্টি তুলে দেন।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. মফিজুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তে সমপ্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি–বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’দেশের সীমান্তরক্ষীর মাঝে বিরাজমান সু–সম্পর্ক আরো সুদৃঢ় হয়।
বিজিবি’র দেয়া উপহারের মিষ্টি গ্রহণ করেন ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর ১২২ বিএসএফ ব্যাটালিয়নের ডাইক–৯ ক্যাম্পের এসআই দীপক ও বিএসএফ সিকে বাড়ি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর মো. আরিফুল ইসলাম। উপহার সামগ্রী বিতরণকালে দু’দেশের মধ্যে শুভেচ্ছাও বিনিময় হয়।