পাথর শিলা

মাহবুব পলাশ | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৮:০৩ পূর্বাহ্ণ

অপসৃত গতিরহিত রজনীর খেলায়

শ্যাওলা সবুজ গাঁয়ে অজানা প্রভেদ

ঝর্নাধারার পদচিহ্ন নিংসঙ্গ বসন্তে

গন্ধহীন গোলাপগুচ্ছে নিরানন্দ প্রেমিক হৃদয়

রিক্ত আজ প্রেমের সুপ্রভ বৃত্ত।

মণিমুক্তায় সজ্জিত অঙ্গ যদি

দীর্ঘশ্বাসে ছুঁয়ে থাকে বক্ষ থেকে চক্ষুযুগল

আকাশ ভরা তারার মেলা যেন ঘোর অমানিশায়

তিলোত্তমাও তবে মলিন রবে মেঘের ছাউনিতে,

প্রেমিক হৃদয় ছড়াবে রং মনের আলোর সওদায়।

পূত: প্রিয় এই হৃদয় গহীন যেই অজানায় হারায়

সুন্দরের সকল পশরা সেখানে আলোর ঝর্নাধারা

ছুঁয়ে যায় চিবুক গাল যুগল ভুরু

নাচে প্রাণের সকল সত্তা অবিরাম।

মরণে ও নেই কলুষতা, সবি যেন সুন্দরের মশাল।

পাথর শিলা দৃষ্টিসীমায় তাকায় অপলক

আঁখি যুগলে চোখে মুখে তৃষ্ণা রাশি রাশি

তোমার বুকের গহীন বনেই আমার ঠিকানা

চাতকপাখির তৃষ্ণা নিয়ে বুকের ছাতায় আঁকড়ে ধরি

পাপড়ি মেলে দেখি অবশেষে পাথর শিলা তুমি যে।

পূর্ববর্তী নিবন্ধরামেন্দ্রসুন্দর ত্রিবেদী : বিজ্ঞান ও দর্শনবিষয়ক লেখক
পরবর্তী নিবন্ধওই মায়ায় ছায়ায়