পাথর বোঝাই ট্রাক উল্টে চাঁদের গাড়িতে

চকরিয়ায় প্রাণ গেল নৈশপ্রহরীর

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৯ মে, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

চকরিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে অপর একটি চাঁদের গাড়ির (জিপ) ওপর গিয়ে পড়েছে, আর এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে চকরিয়া পৌরসভার ভাঙারমুখ স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান (৩৫)। তিনি পৌরসভার পশ্চিম দিগরপানখালী গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র এবং ভাঙারমুখ বাজার সমিতি নিয়োজিত নৈশপ্রহরী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোরে কঙবাজারমুখী একটি পাথর বোঝাই ট্রাক পৌরসভার ভাঙারমুখ স্টেশনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি সড়কে উল্টে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি চাঁদের গাড়ির (জিপ) ওপর গিয়ে পড়ে।
এ সময় জিপের ভেতর থাকা খলিলুর রহমান চাপা পড়ে প্রাণ হারায়। অবশ্য স্থানীয়রা কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে পৌরশহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বানিয়ারছড়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি (ইন্সপেক্টর) এ কে এম শরফুদ্দীন বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবজ্রপাতে পুড়ল ফলভর্তি লিচু গাছ
পরবর্তী নিবন্ধকোটি টাকার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার